আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:০১

অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার ইজিবাইক উদ্ধার

 

যশোর চৌগাছা ফুলসারা নিমতলা এলাকার মোঃ আলিমুদ্দিন একজন ইজিবাইক চালক। ৫ই মার্চ বেলা ১২ ঘটিকার সময় আলিমুদ্দিন ইজিবাইক নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি নতুন খয়েরতলা যাওয়ার কথা বলে ৪০০ টাকায় ভাড়া নেয়। আলিমুদ্দিন তাদের নিয়ে খয়েলতলা বাজারে রেল স্টেশনের নিকট আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি চায়ের দোকানে নিয়ে আলিমুদ্দিনকে কফি পান করতে দেয়। কফি পান করার পর আলিমুদ্দিন জ্ঞান হারিয়ে ফেললে তখন অজ্ঞাতনামা ব্যক্তিরা আলিমুদ্দিনের ইজিবাইক এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।ইজিবাইক চুরি ঘটনায় আলিমুদ্দিন পিবিআই যশোর জেলা অফিসে এসে অভিযোগ দায়ের করে।আলিমুদ্দিনের অভিযোগের ভিত্তিতে এসআই সৈয়দ রবিউল আলম পলাশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম আলিমুদ্দিনের ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামী মোঃ তুহিন খন্দকার, চুন্নু মোল্লাকে গ্রেফতার করে। আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক আসামী তুহিন খন্দকারের নিকট থেকে ভিকটিমের লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয় এবং পলাতক আসামী মামুন শেখের শ্বশুর সৈয়দ মিজানুর রহমানের বাড়ির সামনের রাস্তার উপর থেকে ভিকটিমের লুন্ঠিত ইজিবাইক উদ্ধার করা হয়।ইজিবাইক ছিনতায় ঘটনায় আলিমুদ্দিন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আরো সংবাদ