আজ - বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:০২

আগামীকাল চৌগাছা পৌর নির্বাচন, কে হচ্ছেন পৌর মেয়র?

রোববার চৌগাছা পৌরসভার নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রার্থীদের নির্বাচনী অফিস সরগরম লক্ষ্য করা গেছে। কে হচ্ছেন চৌগাছার পৌর পিতা-এ নিয়ে সর্বত্র চলছে আলোচনা।নির্বাচনে মেয়র পদে লড়ছেন চার প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল (নৌকা), বিএনপির আব্দুল হালিম চঞ্চল (ধানের শীষ), জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কামাল আহমেদ (জগ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শিহাব উদ্দিন (হাত পাখা)।ইতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে ভোট প্রার্থনা করেছেন। বিগত নির্বাচনে দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকলেও এবার সেটি নেই। নির্বাচনে সকলে একই অবস্থানে রয়েছে বলে নৌকার পক্ষে পাল্লা ভারী বলে ভোটাররা জানান। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরীর নেতৃত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করেন।আব্দুল হালিম চঞ্চল বিএনপির প্রার্থী হওয়ায় শুরু থেকেই নানা সমালোচনা রয়েছে। বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, দলীয় যোগ্য প্রার্থী নির্বাচনে অনেকটাই ব্যর্থ হয়েছে বিএনপি। দলের মধ্যে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তাদেরকে মনোনয়ন দেয়া হয়নি। ফলে,প্রচারণায় প্রভাব পড়ে। প্রচারণার শেষ সময় পর্যন্ত বিএনপি নির্বাচনী অফিস পর্যন্ত করেনি। ভোটাররা মনে করছে, বিএনপি নামকাওয়াস্তে নির্বাচনে অংশ নিয়েছে। তবে, জামায়াত সমর্থিত প্রার্থী কামাল আহমেদের পক্ষের নেতাকর্মীরা বিভিন্ন কৌশলে নির্বাচনী তৎপরতা চালিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শিহাব উদ্দিনের প্রচারণাও তেমন লক্ষ্য করা যায়নি।নয়টি সাধারণ ওয়ার্ডে নয়জন কাউন্সিলরের বিপরীতে ৩৫ জন ভোট যুদ্ধে নেমেছেন। ১ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান, আবু আহসান ও সুমন হোসেন, ২ নম্বর ওয়ার্ডে শাহিদুল ইসলাম ও বকুল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে হাচানুর রহমান, সোহেল রানা উজ্জ্বল, জামাত আলী মৃধা, আব্দুল ওয়াদুদ, শান্তি মিয়া ও হারুন অর রশিদ, ৪ নম্বর ওয়ার্ডে সিদ্দিকুর রহমান ও মোফাজ্জেল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম সাগর ও সাজ্জাদুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান, আবুল খায়ের, আনিছুর রহমান, সাদ্দাম হোসেন ও কার্তিক চন্দ্র দে, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান, রশিদুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন ও রুহুল আমিন, ৮ নম্বর ওয়ার্ডে মো.শাহিন, সাইফুল ইসলাম, ঊজ্জ্বল হোসেন ও আব্দুল মুজিদ এবং ৯ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান, আতিয়ার রহমান, জুয়েল রানা, নাজমুল হুসাইন, গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন।এছাড়া, তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ১ নম্বর ওয়ার্ডে সাবিনা খাতুন, ফাতেমা খাতুন ও তৌহিদা খাতুন। ২ নম্বর ওয়ার্ডে জোসনা খাতুন, জেসমিন আক্তার, মোছা. রুনা, সাইবি বেগম ও আল্পনা মিশ্র এবং ৩ নম্বর ওয়ার্ডে জহুরা খাতুন, রাফেজা খানম ও শামছুন নাহার।চৌগাছা পৌরসভা গঠিত হয় ২০০৪ সালে। এই নির্বাচনে মোট ভোটার ১৭ হাজার দুশ’ ৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার পাঁচশ’ দু’জন ও মহিলা আট হাজার সাতশ’ ৪৬ জন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে এই পৌরসভায়।

আরো সংবাদ