আজ - মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:১৯

আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচন স্থগিত

আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টে একটি রিট শুনানি শেষে নির্বাচনের উপর স্থগিতাদেশ দেয়া হয়। সীমানা বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাচন স্থগিত চেয়ে রিটটি করা হয়েছিলো।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

যশোর পৌরসভার নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গত ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে বিএনপির মেয়র প্রার্থী সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ১১ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন শেষে ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত ছিল।

এর আগে গত ৩০ জানুয়ারি যশোর পৌর সভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ এর নাম ঘোষণা করা হয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি এই নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু হাইকোর্ট সেই নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত