আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০৯

ইয়াবাসহ র‌্যাবের হাতে পুলিশের এসআই আটক

খানজাহান আলী নিউজ 24/7ঃ কর্ণফুলী থানার ভেল্লাপাড়া এলাকা থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।  

সোমবার (২৮ জুন) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

গ্রেফতার মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন।  

পুলিশের সূত্রে জানা যায়, রোববার (২৭ জুন) দুপুরে ভেল্লাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-৭।

এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করা হয়। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব-৭ এর ডিডি বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->