আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৩৮

কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি মেঘনা নদীর নৌকা থেকে আটক

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর নৌকা থেকে কিশোরী (১৩) ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো.সুমন (১৯) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ফরাজী গ্রামের জাকের হোসেনের ছেলে।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাগরিকা রহমত বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীর একটি বোট থেকে পুলিশ তাকে আটক করে।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষক সুমন গত (২১ জুলাই) রাতে তাদের বাড়ির পাশের পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১৩) তাদের বসত ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে গত (১২ জুলাই) হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। হাতিয়া থানায় মামলা নং-১১। মামলার পর থেকে ধর্ষক সুমন পলাতক ছিল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর একটি বোট থেকে ধর্ষক সুমনকে আটক করে পুলিশ। সে সেখানে পালিয়ে ছিল। বৃহস্পতিবার সকালে তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ