আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:৪০

ঘরে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা! চিৎকার শুনে উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার পূর্ব ষাটপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনার শিশু নির্যাতনকারী শাহীন মীরাকে (৪৫) গ্রেপ্তার করে।

শিশুটির বাবা ও পুলিশ জানায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির উঠানে রোধে বসেছিল। এ সময় প্রতিবেশী শহীন মীরা শিশুটিকে তাঁর ঘরে ডেকে নিয়ে যান। ঘরে লোকজন না থাকায় শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন শাহিন। শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এ সময় শিশুটি যৌন নিপীড়নের ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।

বিষয়টি জানাজানি হলে নিজের ঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে যান শাহীন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছে শিশুটির পরিবার।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে যৌন নিপীড়নের বিষয়টির প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। বুধবার রাতেই অভিযুক্ত শাহীন মীরাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। শাহিন মীরাকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত