আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৪৩

চট্টগ্রামে ডাস্টবিন থেকে কা’টা হাত উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ডাস্টবিন থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোড সংলগ্ন ঢেবার পাড় এলাকার ডাস্টবিন থেকে ওই হাতটি উদ্ধার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, হাতটি কনুই থেকে কাটা। কবজি ও কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। কাটা হাতটি সেলাই ও ব্যান্ডেজের কাপড় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।

আশপাশের কোনো হাসপাতাল থেকে ক্লিনিক্যাল বর্জ্যের সঙ্গে কাটা হাতটি ডাস্টবিনে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়া কারও হাতটি কেটে বিচ্ছিন্ন করা হতে পারে।’
সকালে ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কারের সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেটা দেখে পুলিশকে খবর দেয় বলে জানান ওসি সন্তোষ কুমার চাকমা।

আরো সংবাদ