আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০৩

চালক‌কে হ’ত‌্যা ক‌রে অটোরিকশা ছি’ন’তা’ই

কি‌শোরগ‌ঞ্জের বাজিতপু‌রে ম‌নির হোসেন ফয়সাল (১৭) নামে এক কি‌শোর চালককে হত‌্যা ক‌রে অটোরিকশা‌ ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০ ন‌ভেম্বর) সকা‌লে উপ‌জেলার সরারচর এলাকায় রাস্তার পাশে ধানক্ষেত থে‌কে ম‌নির হো‌সেন ওর‌ফে ফয়সাল না‌মে ওই কি‌শোরের মর‌দেহ উদ্ধার ক‌রে পুলিশ।

নিহত ম‌নির হোসেন ফয়সাল বা‌জিতপুর উপ‌জেলার সরারচর ইউনিয়‌নের মস‌লিশপুর গ্রা‌মের সাইফুল ইসলা‌মের ছে‌লে। তার বাবাও একজন অটোচালক।

নিহ‌তের বাবা সাইফুল ইসলাম জানান, প‌রিবা‌রের ভরণ‌পোষণ চালা‌তে কি‌শোর বয়‌সেই অটো‌রিকশা চালানো‌কে পেশা হি‌সে‌বে বে‌ছে নেয় ম‌নির হো‌সেন।

এর আগে মঙ্গলবার (২৯ ন‌ভেম্বর) সন্ধ্যার দি‌কে ভাড়ার কথা ব‌লে মোবাইল ফো‌নে ফয়সাল‌কে বা‌ড়ি থে‌কে ডে‌কে নেয় কে বা কারা। এরপর থে‌কেই তার কোনো খোঁজ পাওয়া যা‌চ্ছিল না। সারা রাত বি‌ভিন্ন স্থা‌নে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। বুধবার সকাল ৮টার দি‌কে সরারচর উপ‌জেলার সুজাতপুর গ্রা‌মের কা‌ছে উজানচর-বা‌জিতপুর সড়‌কের পা‌শে এক‌টি ধান‌ক্ষে‌তে ফয়সালের মর‌দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লি‌শে খবর দেন এলাকাবাসী।

খবর পে‌য়ে পু‌লিশ সুপার মোহাম্মদ রা‌সেল শেখ, অতিরিক্ত পু‌লিশ সুপার (অপরাধ) নূ‌রে আলম সি‌দ্দিকীসহ পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে।

পু‌লিশ সুপার মো. রা‌সেল শেখ ঘটনাস্থল প‌রিদর্শন শে‌ষে জানান, অটো‌রিকশা‌টি ছিনতাই‌ কর‌তেই কি‌শোর ফয়সাল‌কে গলায় কাপড় ও র‌শি পেঁচি‌য়ে হত‌্যা করা হয় ব‌লে ধারণা করা হ‌চ্ছে। হত‌্যাকারী‌দের ধর‌তে অভিযান চল‌ছে ব‌লেও জানান তি‌নি।

তিনি আরও ব‌লেন, এক‌টি সংঘবদ্ধ চক্র চালক‌কে হত‌্যা ক‌রে অটোরিকশা ছিনতাই কা‌জে জ‌ড়িত। তা‌দের দ্রুত গ্রেফতার করা হ‌বে।

বা‌জিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম জানান, ফয়সালের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পা‌ঠা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনায় বা‌জিতপুর থানায় মামলার প্রস্তু‌তি চল‌ছে।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত