আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:০৫

তোমার মাইয়ার লাশ বালুর মাঠে, সব জানে মেঝো খালা

তোমার মাইয়ার লাশ মোজাহার মোল্লার বাড়ি পশ্চিম পাশে বালুর মাঠে, সব জানে মেঝো খালা’। ইতি-মুমিন লেখা চিঠির সূত্র ধরে পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের ৪ মাস পর লামিয়া আক্তার (১৮) নামের এক তরুণীর কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ মার্চ) দুপুরে পুলিশ একটি চিরকুটের তথ্যের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের একটি বাড়ির বালুর মাঠে বালুর নিচ থেকে ওই তরুণীর হাড়গোড় উদ্ধার করে।

নিহতের খালা সাবিনা ইয়াসমিন জানান, গত বছরের ৬ নভেম্বর তার বোনের মেয়ে লামিয়া আক্তার নিখোঁজ হয়। সে উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের দিনমজুর মো. নজরুল ইসলামের কন্যা। নিখোঁজ ওই তরুণীর একই এলাকার মিজান খানের ছেলে তারিকুল ইসলামের সাথে নিখোঁজের প্রায় ৮ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। কিন্তু পরিবার ওই বিয়েতে রাজি না হওয়ায় ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। হঠাৎ করে গত ৫ মাস আগে ওই তরুণী নিখোঁজ হয়। তখন নাজিরপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছিল।

তিনি বলেন, গত রোববার (১২ মার্চ) রাতে তাদের বাড়ির ঘরের টিনের ওপর হঠাৎ করে কয়েকটি ইট নিক্ষেপের আওয়াজ পান। পরে তারা ঘর থেকে বের হয়ে টর্চ লাইটের মাধ্যমে দেখেন তাদের জামাতা তারিকুল বাড়ির সামনের খালের অপর পাড়ের রাস্তার ওপর দাঁড়িয়ে আছে। আর ঘরের সামনের সিঁড়ির ওপর একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে লেখা, ‘তোমার মাইয়ার লাশ মোজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশে বালুর মাঠে, সব জানে মেঝো খালা। ইতি-মুমিন।’

এমন চিরকুট পাওয়ার পরে বিষয়টি ওই পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে জানালে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল বালুর মাঠে যায়। সেখানে তারা রাতভর পাহারা দিয়ে সোমবার দুপুরে বালু খনন করে একটি কঙ্কাল উদ্ধার করে।

এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করে গত ২৫ ডিসেম্বর একটি অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তখন দু’জনকে আটক করে। তবে তারা জামিনে রয়েছেন। গত রোববার রাতে ওই পরিবারের পক্ষ থেকে আমাদের একটি চিরকুট পাওয়ার তথ্য জানান। আমরা ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই বালুর মাঠ খুঁড়ে সেখানে কিছু কঙ্কাল পাই। ওই কঙ্কালটি নিখোঁজ তরুণীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তার ডিএনএ টেস্ট করার পর নিশ্চিত হওয়া যাবে।’

আরো সংবাদ