আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:৪৬

দিনাজপুরে ৫০ বোতল ফেন্সিগ্রিপসহ  আটক-১

 

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো.শাহনেওয়াজের নির্দেশনায় অফিসার – ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর সন্ধ্যায় ৫০ বোতল ফেন্সিগ্রিপসহ এক জনকে আটক করেছে।

 

দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে লাল দিঘির মোড়ে হরিহরপুর থেকে দিনাজপুর গামী সড়কের উপর সন্ধ্যায় একটি ইজিবাইক তল্লাশী করে চালকের সিটের নিচে প্লাস্টিকের বস্তায় কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থ ফেন্সিগ্রিপ ৫০ বোতলসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

এসময় আলামত হিসেবে বহনকৃত একটি লাল রংয়ের ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিগ্রিপের মূল্য একলহ্ম টাকা।

ধৃত মো. ফরিদুল ইসলাম (৩২) দিনাজপুর সদস উপজেলার মুরাদপুর সাহাপাড়া গ্রামের মো. মোকারম হোসেনের ছেলে।

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল ইসলাম জব্দকৃত ফেন্সিগ্রিপ অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।

এঘটনায়, কোতালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

এ প্রসঙ্গে, উপপরিচালক মো.শাহনেওয়াজ বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, অনেকের ওপর আমাদের নজরদারি রয়েছে।

আরো সংবাদ