আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০৪

নোয়াখালীতে ধর্ষণের পর হত্যার অভিযোগ, গ্রেফতার ১

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়ায় হাছিনা আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে পরিবার।শুক্রবার সকালে তুলে নেয়ার পর দুপুরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রায়হান নামে অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিহত হাসিনা আক্তার চর মটুয়ার বেলাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় দশম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবারের অভিযোগ, সকাল ৯টার দিকে হাছিনা ঘর বের হয়ে মাদ্রাসার পাশে যাচ্ছিল। পথ থেকে তাকে নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরের রায়হান নামের একটি ছেলে সিএনজিচালিত অটোরিকশায় তাকে তুলে নিয়ে যায়। মাইজদীর কোনো এক বাসায় হাছিনাকে তারা আটক রেখে ধর্ষণ করে। পরে হাছিনা তার বড়বোনকে ফোনে বিষয়টি বলে দেয়ায় তারা তাকে হত্যা করেছে। বখাটেরা বাঁচতে হাছিনাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, আটকৃকত রায়হান জানিয়েছে, তাদের দুইজনের মধ্যে প্রেম ছিল। আজ সকালে রায়হানের সঙ্গে মাইজদীর একটি বাসায় হাছিনা ছিল। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হাছিনা আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে আনলে সে মারা যায়। এ ঘটনায় রায়হানকে আটক করা হয়েছে। নিহত হাছিনার পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ