আজ - শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৩৭

নোয়াখালীতে মামলা করার এক ঘন্টার মধ্যে ধর্ষক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মো.ফরহাদ হোসেন হৃদয় (২০) উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামরে মো.কামাল উদ্দিনের ছেলে।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের সময় উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, জাহাজমারা ইউনিয়নের এক কিশোরীর (১২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভনে গত (১৫ মে) থেকে (৩০ মে) পর্যন্ত বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে হৃদয়। একপর্যায়ে ধর্ষণে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী মা বাদী হয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের সময় হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর ধর্ষণ মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে ধর্ষক হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত