আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:৫৯

পঞ্চম ধাপের নির্বাচন: আওয়ামী লীগ ২৭, বিএনপি ১, বিদ্রোহী ১

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ২৯ পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২৭ প্রার্থী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। ২৯টি পৌরসভার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী একজন এবং আওয়ামী লীগের বিদ্রোহী একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন একটি পৌরসভায়।

পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন

রংপুর  : রংপুরের বিড়ি শিল্পনগরী কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর নির্বাচনে আওয়ামীলীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ (নারিকেল গাছ) বে সরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এরশাদুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে তিনি ১৭ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাকিবুর রহমান। তিনি পেয়েছেন ৭ হাজার ১৭৩ ভোট।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস.এম রবীন হোসেন নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো মেয়র হিসেবে জয়লাভ করেছেন। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে রবিন হোসেন পেয়েছেন ১৩ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সতন্ত্র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মো. লুৎফুর রহমান পেয়েছেন ১০ হাজার ২২৫টি ভোট।

বগুড়া: বগুড়া পৌরসভায় মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট।

মাদারীপুর প্রতিনিধি: রবিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় পৌরসভার নির্বাচন মাদারীপুরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান জানান, নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান মেয়র খালিদ হোসেন ইয়াদ পুনরায় (৩য় বার) মেয়র নির্বাচিত হয়েছেন।

জামালপুর পৌরসভা: জামালপুর সদরে আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন, ইসলামপুরে আাওয়ামী লীগের মো. আব্দুল কাদের সেখ ও মাদারগঞ্জে আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া কবির মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

সিংগাইর পৌরসভা: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু নাঈম বাশার বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৪ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট।

হবিগঞ্জ পৌরসভা: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম বিজয়ী হয়েছেন। ১৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। সেলিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট। এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা: আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির পেয়েছেন ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে টানা দুইবার বিজয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া মোবাইল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী জহিরুল হক পেয়েছেন ৮ হাজার ১৩২ ভোট, নারকেল গাছ প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল করিম পেয়েছেন ১ হাজার ৪৪৮ ভোট, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল মালেক হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৭২ ভোট এবং ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম হাতুড়ি প্রতীকে ৩৮৭ ভোট পেয়েছেন।

চাঁদপুর: চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন বিজয়ী হয়েছেন। তিনি ২০ হাজার ৯৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক বাদল (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৯৭৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শফিকুল ইসলাম (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ৭৫৭ ভোট ও দেওয়ান মহাম্মদ আলাউদ্দিন কবির (লাঙল) প্রতীকে পেয়েছেন ১৯৭ ভোট।

শাহরাস্তি পৌরসভা: শাহরাস্তি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল লতিফ (নৌকা) প্রতীকে ১২ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা কামাল (মোবাইল) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট ও বিএনপি মনোনীত ফারুক হোসেন মিয়াজী (ধনের শীষ) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮শ ৩৫ ভোট।

নাচোল পৌরসভা: চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রশিদ খাঁন ঝালু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী রেজাউল করিম বাবু চামচ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৯২ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) আমানুল্লাহ আল মাসুদ রেল ইঞ্জিন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৯১ ভোট এবং বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসউদা আফরোজা হক সুচি পেয়েছেন ২ হাজার ৩১ ভোট।

জয়পুরহাট পৌরসভা: জয়পুরহাট পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক। ২৪ হাজার ৪৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। মোস্তাকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শামছুল হক পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বেদারুল ইসলাম বেদিন পেয়েছেন ৫৫৮ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী হাসিবুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৫২৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ডা. মুহাম্মদ জহুরুল হক পেয়েছেন ৪১২ ভোট।

সৈয়দপুর পৌরসভা: সৈয়দপুর পৌরসভায় প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের রাফিকা আকতার জাহান বেবী। তিনি ২৮ হাজার ২৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আলহাজ রশিদুল হক সরকার পেয়েছেন ১০ হাজার ৯৭৫ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ: নাচোল পৌরসভায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ খান ঝালু জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ২৭৯ ভোট।

চট্টগ্রাম: বারইয়ারহাট পৌরসভায় মেয়র আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম খোকন বিজয়ী হয়েছেন। মীরসরাই পৌরসভায় নৌকার প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহ: কালীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল আলম আশরাফ ১৯ হাজার ৩২৭ ভোট জয়ী হয়েছেন। মহেশপুর পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রশিদ খাঁন ১৩ হাজার ৫৯৮ পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত