আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:২২

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে আদু শেখ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন তিনি। এর আগে গত ৮ ডিসেম্বর ধর্ষণের ঘটনা ঘটে।
আদু শেখ গোয়ালন্দ পৌরসভার নগর রায়েরপাড়া মহল্লার মৃত আফছার শেখের ছেলে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন।
তিনি। ভুক্তভোগী শিশুটিকে গুরুতর অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শিশুটি আদু শেখের প্রতিবেশী। গত ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। সে সময় আদু শেখ শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় রোববার বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে আদু শেখের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আদু শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ