আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৬

ফেন্সিডিলসহ দর্শনা থানা পুলিশের হাতে এক আসামি আটক

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (৩৩) নামের এক আসামিকে গ্রেফতার করেছে৷ গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম সুলতানপুর গ্রামের দক্ষিণ পাড়ার জান মোহাম্মদ এর ছেলে৷ শুক্রবার (৮ই জানুয়ারি) সকাল ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই সাইফুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন সুলতানপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুলতানপুর গ্রামের ইলিয়াস মোল্লার ফাঁকা জমির উপর থেকে ১৬ বোতল ফেন্সিডিলসহ আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ