আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:২০

বেজপাড়ায় পেশাদার বাইসাইকেল চোরকে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ

শহরের বেজপাড়া বনানী রোড প্রগতি পল্লী কমিউনিটি পুলিশিং অফিসের সামনে স্থানীয় জনগণ এক বাইসাইসাইকেল চোরকে ধরে গণপিটুনী দিয়েছে। বাইসাইকেল চুরি করে পালানোর সময় জনগণ শাহিন ওরফে শাহিনুর ইসলাম নামে এক পেশাদার চোরকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আটক চোর যশোরের ঝিকরগাছা উপজেলার ফুবাড়ী হাজামপাড়া গ্রামের বর্তমানে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া টিকিট মাস্টার সেনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। শাহিনুর ইসলাম মৃত ছয়রুদ্দিন মোল্যার ছেলে।

এসআই আবুল হাসান জানান, শুক্রবার (২০ নভেম্বর) রাতে তিনি জরুরী ডিউটি করাকালে সকালে খবর পান উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে দেখতে পান শাহিন ওরফে শাহিনুর ইসলাম নামে এক যুবকে একটি পুরাতন হারকিউলেস বাইসাইকেলসহ জনগণ আটকে রেখেছে। এ সময় বাইসাইকেল ও চোরকে হেফাজতে গ্রহণ করে। পরে তার বিরুদ্ধে মামলা করেন। শনিবার দুপুরে শাহিনকে আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত