আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৪২

বেনাপোলে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ইজিবাইক চালক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল থেকে ২৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ নজরুল বিশ্বাস (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯শে ফেব্রুয়ারী) রাতে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. নজরুল বিশ্বাস বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাস এর ছেলে।

পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এলাকার পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে একটি ইজি বাইকে থাকা ২৮৭ বোতল ফেনসিডিল সহ নজরুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ