আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:৫৩

মসজিদের দান বক্স চুরি।

যশোরের জজ কোর্ট জামে মসজিদের দানবাক্স চুরির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রোববার রাত ৯টা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত যেকোনো সময় ঘটনাটি ঘটেছে। এঘটনায় মঙ্গলবার মসজিদের মোয়াজ্জিন সাব্বির হোসেন অজ্ঞাত আসামি করে মঙ্গলবার এ মামলা করেন। এখনো পর্যন্ত এ মামলায় কেউ আটক হয়নি। পুলিশ বলছে তারা তদন্তে নেমেছে।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ১৯ মার্চ এশার নামাজ শেষ করে বাদী মসজিদের মেইন গেট বন্ধ করে বাড়িতে চলে যান। ২০ মার্চ ভোরে ফজরের আযান দিতে এসে দেখেন মেইন গেটের সাথে ঝুলিয়ে রাখা দানবাক্সটি নেই। মসজিদের সামনে কারেন্ট্রের তার ছেড়া তাৎক্ষণিক মুয়াজ্জিন ইমাম সাহেব কে চুরির বিষয় অবগত করেন।মুয়াজ্জিন সাহেব তিনি অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপ কুমার ঘোষ বলেন, বিষয়টি রিয়ে তারা তদন্ত শুরু করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত