আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০১

যশোরে দেশীয় অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং আটক

যশোরের কোতয়ালী থানা এলাকা হতে দেশীয় অস্ত্রসহ নয় কিশোর গ্যাং চক্রের সদস্য আটক করেছে পুলিশ । জানা যায় , বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর ) গভীর রাতে জিলা স্কুল এবং সার্কিট হাউজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বয়স ১৪ থেকে ৩০। তাদের কাছ থেকে ০৯(নয়) টি দেশীয় ধারালো চাকু জব্দ করা হয়।
পুলিশ জানায় , এলাকাবাসী ভীতসন্ত্রস্ত এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে খুবই চিন্তিত। এলাকা দিয়ে তাদের ছেলে/মেয়েদের চলাচল মোটেও নিরাপদ না। এরকম অভিযোগের ভিত্তিতে এসআই(নিরস্ত্র) মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা যাচাই করতে গোপনে ওই এলাকায় সরেজমিনে খোঁজ নেন এবং অভিযোগের সত্যতা পেয়ে পরবর্তীতে তিনি সম্পূর্ণ বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাগণকে অবহিত করেন এবং তাদের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিমসহ তার নেতৃতে উক্ত কিশোর গ্যাং চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হয়।
আরো জানায় , আটকের পর তাদের মধ্য থেকে শিশু শোইয়াব ইসলাম এর হাতে একটি খোলা চাকু উদ্ধার করেন এবং পরবর্তীতে অন্যদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রত্যেকে নিজেদের পরিহিত প্যান্টের পকেট হতে একটি করে দেশীয় অস্ত্র(চাকু) বের করে দেয়, যা অত্যন্ত ধারালো এবং টিপ দিলে খুলে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে এই চক্রের আরো আনুমানিক ৭/৮জন দৌড়ে পালিয়ে যায় যাদের কে ধরতে অভিযান এখনো চলমান আছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ- বেজপাড়া আনছার ক্যাম্পের পাশে (ভাসমান) জনৈক মোল্লা জাহিদের বাড়ীর ভাড়াটিয়া তাজুল ইসলাম ছেলে শোইয়াব ইসলাম (১৪) , মুড়লী মহাসিন স্কুলের পাশের বাসিন্দা রাজু শেখের ছেলে ইয়াছিন আরাফাত (১৬) , রঘুরামপুর মসজিদের পাশের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে নাঈম হাওলাদার (২২), ঘুরুরিয়া সরকারী আবাসন, বর্তমানে বাসা নং-৯৮, ব্লক এফ, উপশহরের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে বিপ্লব হোসেন (১৯) , শেখহাটি সরদারপাড়া, কালিতলার পাশের বাসিন্দা সেলিম শেখের ছেলে মিরাজ হোসেন (১৯), বড় ভেকুটিয়ার বাসিন্দা রাজ্জাক হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে তপু (১৯), নওদাগ্রাম বিশ্বাস বাড়ীর মোড়ের বাসিন্দা কামরুল হাসানের ছেলে ইব্রাহিম হাসান (২৪), বড় ভেকুটিয়ার শওকত সরদারের ছেলে রাসেল (৩০) ও মুড়লী খাঁ পাড়া নাজনীন চেয়ারম্যানের বাড়ীর পাশে, এ/পি- মুড়লী স্কুলপাড়া, জনৈক দীপ (ভেটোনারী) পশু ডাক্তারের বাড়ী ভাড়াটিয়া মাসুদ শেখের ছেলে ইমদাদুল শেখ (১৬) ।
পুলিশ আরো জানায় , আটকের পর কোতয়ালী মডেল থানার মামলা নং-২১ তাং-১০/১২/২০২১ খ্রিঃ ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) ২০০২ আইনের ৪/৫ রুজু হয়েছে।

আরো সংবাদ