আজ - শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:৪০

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত।

যশোরে ছুরিকাঘাতে আহত হয়েছে ইয়ামিন হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে সদরের ঝুমঝুমপুর বর্ডার গার্ড স্কুলের পাশে। সে শহরের মোল্লাপাড়ার বিপ্লব হোসেনের ছেলে। আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ইয়ামিন।

আহত ইয়ামিন জানায়, বিশেষ কাজে সদরের ঝুমঝুমপুর বর্ডার গার্ড স্কুলের পাশে গেলে পূর্ব শত্রুতার জেরে জাহিদ হোসেনসহ তিনজন মোটরসাইকেল যোগে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক খুলনায় রেফার করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত