আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:৩১

যশোর পৌরসভায় নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে পৌর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

এম আহম্মেদ (যশোর প্রতিনিধি) : আসন্ন আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ হায়দার গণী খান পলাশ কে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

যশোর পৌর আওয়ামীলীগের আয়োজনে আজ ৮ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে যশোর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন যশোর পৌর আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ।

এসময় যশোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-০৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন গুণী মানুষকে মূল্যায়ন করেছেন। নৌকার প্রশ্নে যশোর জেলা আওয়ামীলীগ সবসময়ই ঐক্যবদ্ধ। দলকে প্রশ্নবৃদ্ধ করতে বিরোধি দলীয় চক্রান্ত বড় বড় ইস্যু তৈরি করছে। নৌকা জিতলে জামাত-বিএনপির এসব গুজব মানুষ বিশ্বাস করবে না। তিনি আরও বলেন,দলের প্রার্থীকে জয় উপহার দিতে আদর্শ ধরে রাখতে হবে। শাহীন চাকলাদার কখনও আদর্শের সাথে বেঈমানী করে না। আমরা আদর্শের কর্মী, শেখ হাসিনার কর্মী। ইনশা আল্লাহ আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ হায়দার গণী খান পলাশ বিজয়ী হবেন।”

এসময় যশোর পৌর শাখা আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, জয়ের প্রতিক। যশোর পৌরসভার এই নির্বাচন পৌর আওয়ামীলীগের নেতৃত্বে অনুষ্ঠিত হলে এই ভোটে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ হায়দার গণী খান পলাশ বিপুল ভোটে জয়লাভ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ হায়দার গণী খান পলাশ, যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি একে এম খয়রাত হোসেন, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুমেল হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।  

আরো সংবাদ