যশোর পৌরসভা নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম। হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন একটি বেঞ্চ। আজ (বুধবার) সকালে নির্ধারিত বেঞ্চটি এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন মারুফুল ইসলাম।এর আগে গত ৪ ফেব্রুয়ারি ঋণখেলাপির অভিযোগে মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এরপর তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করেন। সেখানেও বাতিল হয় মারুফুল ইসলামের মনোনয়নপত্র। সর্বশেষ মঙ্গলবার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি