আজ - মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:১৬

যশোর পৌরসভা নির্বাচন, বিভিন্ন ওয়ার্ডের ১০ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১০ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর আবেদন করে প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। প্রত্যাহারের পর যশোরের পৌরসভায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় ২ মেয়র, ১৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর ৫৪ জন নির্বাচনে অংশ নেবেন। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ পর্যন্ত এসব প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

জেলা সিনিয়র নির্বাচন কার্যালয় সূত্র মতে, মেয়র পদে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত মেয়র প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সর্দার। ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হয় বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফের। তবে উচ্চ আদালতে তার প্রার্থীতা বহাল হলেও যশোরে কাগজপত্র এসে না পৌছানোয় তাকে প্রার্থী বলছেন না নির্বাচন কর্মকর্তারা। একইসাথে নির্বাচনী নীতিমালা অনুযায়ী জমা দেয়া তার সমর্থনকারীর ১০০ জনের তথ্যাবলী যথাযথ না থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মৃধার মনোনয়নপত্র বাতিল হয়। কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন মুজিবর রহমান। ফলে এ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন। চূড়ান্ত প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আহম্মাদ শাকিল, জাকির হোসেন রাজিব, টিপু সুলতান ও সহিদুর রহমান। ২ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আশরাফুল কবির বিল্লাল। ফলে এ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন। এ ওয়ার্ডে চূড়ান্ত প্রার্থীরা হলেন বর্তমান শেখ রাশেদ আব্বাস রাজু, সাবেক কাউন্সিলর শেখ সালাউদ্দিন, তপন কুমার ঘোষ, মীর মোশাররফ হোসেন বাবু, জাহিদুল ইসলাম, ওসমানুজ্জামান চৌধুরী ও অনুব্রত সাহা মিঠুন।

৩ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন কামরুজ্জামান ও শামিম আহমেদ রনি। ফলে এ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয়জন। এ ওয়ার্ডে চূড়ান্ত প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর মোকসিমুল বারী অপু, উম্মে মাকসুদা মাসু, দেলোয়ার হোসেন টিটো, ওমর ফারুক, সাব্বির মল্লিক ও শফিকুল ইসলাম।
৪ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফেরদৌস হোসেন। ফলে এ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। এ ওয়ার্ডে চূড়ান্ত প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা, জাহিদ হোসেন ও মোহাম্মদ মঈন উদ্দীন। ৫ নম্বর ওয়ার্ড থেকে কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। ফলে এ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজনই। এ ওয়ার্ডে চূড়ান্ত প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান মণি চাকলাদার, রাজিবুল আলম, হাফিজুর রহমান, মোকছেদুর রহমান ভুট্টো, শরীফ আব্দুল্লাহ আল মাসউদ, শাহাজাদা নেওয়াজ ও মিজানুর রহমান।

৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৩ জন। এরা হলেন আজিজুল ইসলাম সেলিম, বিল্লাল পাটোয়ারী ও পাপিয়া আক্তার। ফলে এ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয়জন। এ ওয়ার্ডে চূড়ান্ত প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর আলমগীর কবীর সুমন, এসএম আজাহার হোসেন স্বপন, আশরাফুজ্জামান, আনিছুজ্জামান ও আশরাফুল হাসান। ৭ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এসএম মাহমুদুল হাসান হাসান সুমন। ফলে এ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটজন। এ ওয়ার্ডে চূড়ান্ত প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর গোলাম মোস্তফা, শামসুদ্দিন বাবু, আবু শাহ জালাল, শাহেদ উর রহমান রনি, শাহেদ হোসেন নয়ন, কামাল হোসেন, জুলফিকার আলী ও রবিউল ইসলাম রবি।

৮ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন গৌরাঙ্গ পাল বাবু। ফলে এ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন। এ ওয়ার্ডে চূড়ান্ত প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর সন্তোষ দত্ত, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, প্রদীপ কুমার নাথ বাবলু ও ওবাইদুল ইসলাম রাকিব। ৯ নম্বর ওয়ার্ড থেকে কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। ফলে এ ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটজন। এ ওয়ার্ডে চূড়ান্ত প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর আজিজুল ইসলাম, শেখ নাছিম উদ্দিন পলাশ, শেখ ফেরদৌস ওয়াহিদ, অ্যাড. আসাদুজ্জামান বাবুল, আবু বক্কার সিদ্দিকী, শেখ শহিদ, স্বপন কুমার ধর ও খন্দকার মারুফ হুসাইন।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনে তিন কাউন্সিলর পদে কেউই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। সংরক্ষিত কাউন্সিলর-১ (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) থেকে চূড়ান্ত প্রার্থী নয়জন হলেন বর্তমান কাউন্সিলর আইরিন পারভীন, আয়েশা ছিদ্দিকা, সান-ই শাকিলা আফরোজ, সুফিয়া বেগম, অর্চণা অধিকারী, রেহেনা পারভীন, রুমা আক্তার, রোকেয়া বেগম ও সেলিনা খাতুন।

সংরক্ষিত কাউন্সিলর-২ (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) থেকে চূড়ান্ত প্রার্থী দু’জন হলেন বর্তমান কাউন্সিলর নাসিমা আক্তার জলি ও নাছিমা সুলতানা।

সংরক্ষিত কাউন্সিলর-৩ (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) থেকে চূড়ান্ত প্রার্থী দু’জন হলেন হলেন বর্তমান কাউন্সিলনর শেখ রোকেয়া পারভীন ডলি ও ও শংকরপুর বটতলা মসজিদ এলাকার সালমা আক্তার বানী।

এদিকে যশোর পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি ২০২১ এর দুপুরে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়েও কোন নির্দেশনা জেলা নির্বাচন কার্যালয়ে পৌছায়নি বলেন জানান- সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও এ নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবির। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি জানান। তিনি জানান তফসিল অনুযায়ী আজ শুক্রবার চূড়ান্ত প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত