আজ - মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:০৮

যশোর পৌরসভার ভোট বিষয়ে যা বললেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার

আগামি ৩১ মার্চ অনুষ্ঠিতব্য যশোর পৌরসভার ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবেনা বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। কেন্দ্রের বাইরে বা কেন্দ্রের ভেতরে কাউকে ভোট প্রদানে বাধা দিলেই তাৎক্ষনিক অ্যাকশানে যাবে আইন প্রয়োগকারী সংস্থা। একইসাথে ইভিএমের সামনে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল দুপুরে গ্রামের কাগজের সাথে এক সাক্ষাতকারে পুলিশ সুপার এসব তথ্য জানিয়েছেন।
আর মাত্র এক সপ্তাহ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর পৌরসভার নির্বাচন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে হায়দার গনি খান পলাশ, বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের মারুফুল ইসলাম এবং হাতপাখা প্রতিক নিয়ে মোহাম্মদ আলী সরদার প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন অফিস তথ্য দিয়েছে। যদিও নির্বাচন বয়কট করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি প্রার্থী মারুফুল ইসলাম।
এছাড়া ৩১ মার্চের ভোটযুদ্ধে মাঠে নেমেছেন ৫৯ কাউন্সিলর প্রার্থী। নয়টি সাধারণ ওয়ার্ডে ৪৬ জন কাউন্সিলর প্রার্থী। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের ১৩ জন প্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন। প্রতিদ্বন্দ্বিতায় নামা প্রার্থীগণ বিভিন্ন গণসংযোগে দাবি করে আসছেন, সুষ্ঠু ভোট হলে জয় লাভ করবেন। ভোটারগণ সন্ত্রাস মুক্ত, চাপমুক্তভাবে ভোট দেবে এটাই প্রত্যাশা তাদের। এরপর নানাদিক বিশ্লেষণ করে আগের কয়েকটি নির্বাচনে কেন্দ্রগুলোতে সংঘটিত পরিস্থিতির খোঁজখবর নিয়েছে ডিএসবি। নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী যে কেনো অনাকাঙ্খিত ঘটনা রুখে দেয়ার প্রস্তুতি নিয়েছে যশোর পুলিশ। বেশ আগে থেকেই নির্বাচনী মাঠে কঠোর নজরদারি করছে তারা। ভোট কেন্দ্রের বাইরে, রাস্তায় ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া কিংবা ভোট প্রদানে বাধা দেয়ার বিষয়ে অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভোট কেন্দ্রে বা বাইরে ভীতিকর পরিবেশ, নাশকতা বা কেনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলেও অ্যাকশানে যাবে পুলিশ। নির্বাচনী বিধি লংঘন করলেও তাৎক্ষনিক ব্যবস্থা।
গতকাল দুপুরে গ্রামের কাগজের সাথে সাক্ষাতকারে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার নির্বাচনে সন্দেহাতীত নিরাপত্তার প্রশ্নে এসব হুশিয়ারি দেন। তিনি জানান, দলমত নির্বিশেষে যার ভোট তিনিই দেবেন, নির্ভয়ে দেবেন, নাগরিক অধিকার প্রয়োগ করবেন। কোনো প্রকার সংকোচ, ভয় আশঙ্কা নেই। পুলিশ ভোটারদের পাশে রয়েছে থাকবে।

আরো সংবাদ