আজ - বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:০৪

হবিগঞ্জে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সকাল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার ছাদেকুল ইসলামের হাতে জমা দেন। দুপুরে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতবৃন্দ। 
এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, ইসলামী বাংলাদেশ এর প্রার্থী শামছুল হুদা, স্বতন্ত্র প্রার্থী বছিরুল আলম কাউছার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান নির্বাচনে নৌকার বিজয় হবে বলে তিনি আশাবাদী। বিএনপি’র প্রার্থী এনামুল হক সেলিমও সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হবে বলে আশাবাদী। এছাড়াও কাউন্সিলর পদে অর্ধ শতাধিক প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আরো সংবাদ