আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫১

১৭ জনকে হত্যার অভিযোগে হানিফ পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা

রাজশাহীর কাটাখালীতে বেপরোয়া গতিতে বাস চালিয়ে ১৭ জনকে হত্যা ও কয়েকজনকে জখমের অভিযোগে হানিফ পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কাটাখালী থানার ওসি মতিয়ার রহমান জানান, বেপরোয়া গতিতে বাস চালিয়ে হানিফ পরিবহনের চালক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ১৭ জন মারা যান। আহত হন আরো কয়েকজন।

এঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেছে। এতে একক আসামি করা হয়েছে হানিফ পরিবহনের চালককে। পুলিশ চালকের নাম এখনো পায়নি। তবে তার খোঁজ জানতে কাজ করছে।

উল্লেখ্য, শুক্রবার চার পরিবারের ১৮ জন সদস্য রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহীতে বেড়াতে আসছিলেন। শুক্রবার দুপুরে হানিফ পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ১১ জন আগুনে পুড়ে মারা যান। আহত আরো ৬জন মারা যান হাসপাতলে। মাইক্রোবাসে থাকা পাভেল নামের একমাত্র কিশোর বেঁচে যান। তবে তার অবস্থাও সংকটাপন্ন। তাকে রাখা হয়েছে রামেক হাসপাতলের আইসিইউতে। পুলিশ জানিয়েছে, নিহতদের লাশ এখনো রামেকের মর্গে আছে। স্বচনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ