আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৪৮

৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আটক -১

ঢাকার নবাবগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের নাম নয়ন মাদবর (১৯)।
উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের কিরঞ্চি এলাকা থেকে ওই যুবকে গ্রেফতার করা হয়। সে উত্তর কিরঞ্চি গ্রামের সোহবার মণ্ডলের পালিত ছেলে বলে জানা গেছে। 
এ ঘটনার তথ্য নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল আলম জানান, ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির ঐ স্কুলছাত্রী বাড়িতে একা ছিল। এ সময় বখাটে নয়ন মাদবর শিশুটিকে বিভিন্ন লোভ দেখিয়ে কিরঞ্চি গজারিয়া এলাকার শ্যামল হালদারের ডাঙ্গারপাড়ে ডেরা ঘরের ভিতরে নিয়ে তাকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করেন মেয়েটির পরিবার।অভিযোগ পেয়ে ভোরে নয়নকে গ্রেফতার করে পুলিশ।উপ-পরিদর্শক নাজমুল আলম আরও জানান, গতকাল বুধবার নয়নকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঐ স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত