আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:১২

অপহৃত যুবকের লাশ ৪৩দিন পর গহীন পাহাড় থেকে উদ্ধার

টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজার টেকনাফ বাহাড়ছড়া ইউনিয়ন উত্তর শীলখালি গ্রামের মৃত ছালে আহমদের পুত্র সিএনজির ড্রাইভার মাহমুদুল করিম(৩৯) গত ৩০জুলাই রাতে সন্ত্রাসীরা শামলাপুর-বাহাড়ছড়া রোড় থেকে তাকে অপহরণ করে।

মাহামুদুল করিম অপহরণের পর তার পরিবার তাকে খুঁজে পাইনি।এঘটনায় মামলা হওয়ার পর ৪জন আসামী পুলিশের হাতে আটক হয়।এরপর মাহামুদুল করিম কে মৃত বা জীবিত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২আগস্ট) সকাল ১১টার দিকে
হোয়াইক্যং-শামলাপুর সড়ক হরিখোলা গ্রামের গহীন পাহাড়ে ভিতর হাতির খেদা নামক স্থানে অপহৃত সিএনজি ড্রাইভার মাহামুদুল করিমের লাশের সন্ধান পাওয়া যায়।তবে লাশটি কঙ্কাল হয়ে প্রায় মাটির
সাথে মিশে গেছে।

আরো জানা যায় যে,হোয়াইক্যং রেঞ্জের বিট অফিসার মাইনউদ্দিন চৌধুরী উক্ত গহীন পাহাড়ে বনায়নের কাজ করতেছে। মাটিতে প্রায় মিশিয়ে যাওয়া একটি লাশ দেখতে পাই।পড়নে পেন্ট ও শার্ট দেখা যায়।

উক্ত বিট অফিসার বিষয়টি হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি কে অবহিত করলে।টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ হাফিজুর রহমানের নির্দেশ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মোঃ মাহামুদুল হাসান মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়।এরপর অপহৃত যুবক সিএনজি’র ড্রাইভার মাহামুদুল করিমের পরিবারকে সংবাদটি দিলে তারা ঘটনাস্থেলে গিয়ে লাশটি সনাক্ত করেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মোঃ মাহামুদুল হাসান মাহবুব ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,বন বিভাগের লোকদের মাধ্যমে খবর পেলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এবং যাবতীয় আইনি কাযর্ক্রম শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত