আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:২৭

অস্ত্রের (ছুরি) মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ, বাবার মৃত্যুদণ্ড

 

রাজশাহীতে মেয়েকে ধর্ষণ মামলায় বাবার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম (৫০) কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানার বাজে শিলিন্দা এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৪ মে ভোরে বাবা নজরুল ইসলাম মেয়েকে (১৫) একা বাড়িতে পেয়ে ধারালো অস্ত্রের (ছুরি) মুখে জিম্মি করে ধর্ষণ করেন। পরে জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দিতে মা ও মেয়েকে মেরে ফেলারও হুমকি দেন তিনি। এ ঘটনার কিছুদিন পর মেয়েটি হাসপাতালে পরীক্ষার পর জানতে পারে সে গর্ভবতী। এরপর ১১ নভেম্বর টিউবওয়েলে পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে গেলে গর্ভপাত ঘটে তার। 
ধর্ষণের পর থেকেই নজরুল ইসলাম আত্মগোপনে ছিলেন। তবে গর্ভপাতের পর ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নজরুলকে আসামি করে মেয়েটির মা নগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা করেন। 
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদ ঊন নবী আহসান জানান, মামলার তদন্তে নজরুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া জবানবন্দিতেও ধর্ষণের কথা স্বীকার করেছেন তিনি।
তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবু বলেন, মামলার এজাহারে মেয়েটি গর্ভবতী হওয়ার অভিযোগ তোলা হয়েছে। কিন্তু ডিএনএ টেস্ট করা হয়নি। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত