আজ - সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩২

চাকুরি ফেরতের আবেদন নাকচ দুদকের

অনলাইন ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে পুনর্বহালের আবেদন গ্রহণ করেনি এই কমিশন। এ বিষয়ে গত সোমবার দুদকের মহাপরিচালক (প্রশাসন) শরীফ উদ্দিনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন।

চিঠিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (কর্মচারী) বিধিমালা ২০০৮ এর বিধি ৫৪ (২) অনুযায়ী গত ১৬ ফেব্রুয়ারি মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। তিনি ২৭ ফেব্রুয়ারি ওই আদেশ প্রত্যাহারপূর্বক চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। পর্যালোচনা শেষে তাঁর আবেদন কমিশনের কাছে বিবেচিত হয়নি।

গত ১৩ মার্চ চাকরি থেকে অপসারণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। গত ১১ এপ্রিল ওই রিটের শুনানি ১৯ মে পর্যন্ত মুলতবি রেখে আদেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আইনজীবীকে বলেছিলেন, ‘আপনারা তার আবেদন নিষ্পত্তি করুন’।

এদিকে চাকরিচ্যুতির পর বৃদ্ধ মা, স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শরীফ। তাই মানবিক বিবেচনায় একটি চাকরির জন্য গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি।

গত ১৬ ফেব্রুয়ারি মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

শরীফ চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশকিছু বড় দুর্নীতির মামলায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর একাধিক মহলের রোষানলে পড়েন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত