আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৪২

দুর্নীতির অভিযোগে গ্রেফতার সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা

দুর্নীতির অভিযোগে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিজয় বর্তমানে খাগড়াছড়ি জেলা প্রশাসনে কর্মরত রয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর খুলশি থানার এমইএস কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে দুদক সমম্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু।দুদক সূত্র জানায়, বিজয় কুমারের বিরুদ্ধে কক্সবাজার জেলা পিবিআইয়ের জেলা কার্যালয় নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে মামলা রয়েছে। মামলা নম্বর স্পেশাল ৬/২০২০। ওই মামলায় বিজয় কুমার সিংকে গ্রেফতার করে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। ওই মামলার আসামির ১৬৪ ধারায় বিজয় কুমার সিংয়ের নাম উঠে আসে।

দুদক সমম্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, দুর্নীতির অভিযোগে একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত