আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫১

দু’র্বৃ’ত্তে’র গু’লি’তে ইউপি চেয়ারম্যান নি’হ’ত

নরসিংদীর রায়পুরায় মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের শান্তিপুর বাজার সংলগ্ন শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মানিক চেয়ারম্যান গ্রুপ ও ফারুক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

শনিবার বিকেলে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নদী ভাঙন বিষয়ক এক সভায় অংশগ্রহণ করেন চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। বিকেল সাড়ে ৪টার দিকে সভা শেষ হওয়ার পরপরই হঠাৎ অজ্ঞাতনামা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে বুকের বামপাশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর ধারণা, ফারুক গ্রুপের সাথে পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত