আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:৪৬

নোয়াখালীতে পুলিশ ক্রেতা সেজে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশ ক্রেতা সেজে এক ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত জসিম উদ্দিন (৪৫) সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে আটককৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে মুঠোফোনে ক্রেতা সেজে ইয়াবা কারবারি জসিমকে ফোন দেয় পুলিশ। এরপর সে মাদক বিক্রি করতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলা এলে তাকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিয়ে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত