আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:২৪

পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নাসরিন সুলতানা ও বিপুল হোসেন নামে দুই জনকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ সাইফুল ইসলাম, এএসআই / মোঃ মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন দর্শনা বাসষ্টান শান্ত আবাসিক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় জীবননগর থানার কাশীপুর গাংপাড়ার মৃত কাবাতুল্লাহ বিশ্বাসের মেয়ে মোছাঃ নাসরিন সুলতানা (৩০) ও পাবনা জেলার ঈশ্বর্দি থানার রহিমপুর পশ্চিমপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের মোঃ আক্তার হোসেন @আফতাব ছেলে মোঃ বিপুল হোসেন (৩৪) কে দর্শনা বাসষ্টান শান্ত আবাসিক হোটেল রুম নং- ৩০৬ হইতে আটক করে পুলিশ। এবং আটককৃত আসামিদের কাছ থেকে ১ শত ১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ