প্রকাশিত : » ১৩ মার্চ ২০২১, সময়: » ৬:৪৪ অপরাহ্ণ, পঠিত: » 222 views
ফরিদগঞ্জে দুই বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করেছে এক পাষণ্ড বৃদ্ধ। মেয়েটির পরিবার ধর্ষণের অভিযোগ করলে মো. ছিদ্দিক বেপারী (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভে ফেলে সেই বাড়ির লম্পট মো. ছিদ্দিক বেপারী তার বসতঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় তার কান্না শুনে তার মা ওই ঘরে ঢুকে মেয়েটিকে উদ্ধার করে। মা তখন দেখতে পায় শিশুটির স্পর্শকাতর স্থান থেকে অনবরত রক্ত ঝরছে। গুরুতর অবস্থায় শিশুটিকে দ্রুত চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘ধর্ষণের অভিযোগে ধর্ষক ছিদ্দিক বেপারীকে আটক করেছি এবং ধর্ষণ আইনে নিয়মিত মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করেছি।’