আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫৪

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে ত’র্কে’র জে’রে চাঁদপুরে বন্ধুর হাতে বন্ধু খু’ন!

চাঁদপুরে বিশ্বকাপ আর্জেন্টিনার খেলা নিয়ে তর্কের জের ধরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে মডেল থানা পুলিশ। নিহত স্থানীয় হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (১৭)।

সোমবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বন্ধু ব্রাজিল সমথর্ক অপর বন্ধু আর্জেন্টিনার সমর্থক। রাতে ব্রাজিলের সমর্থকরা হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান ও আর্জেন্টিনার সাপোর্টার ফরিদ বেপারীর ছেলে বরকত বেপারী (১৮) বিশ্বকাপ খেলা নিয়ে তর্কে লিপ্ত হয়। এক পর্যায় আর্জেন্টিনার সাপোর্টার বরকত বেপারী বন্ধু ব্রাজিলের সাপোর্টার মেহেদী হাসানকে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় মেহেদী হাসানকে চাঁদপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মেহেদী হাসান বাবা হেলাল উদ্দিন বলেন, থানায় মামলা করা হয়েছে। ছেলে খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত