আজ - মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:৪৪

মণিরামপুরে গৃহবধুর আত্মহত্যা!

রাত পোহালে ডান চোখের অপারেশন হওয়ার কথা ছিল চায়না বেগমের (৫০)। এরইমধ্যে যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মঙ্গলবার (৯ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এরআগে বিকেল সাড়ে তিনটার দিকে ঘরের আড়ার সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন চায়না বেগম। তিনি উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের স্ত্রী।
চায়না বেগমের স্বামী আব্দুর রহমান বলেন, ‘১২-১৩ দিন আগে হঠাৎ ডান চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন আমার স্ত্রী। এরপর থেকে চোখে মারাত্মক যন্ত্রণা হতে থাকে। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে কাজ হয়নি। মঙ্গলবার সকাল থেকে যন্ত্রণা বাড়তে থাকে। টাকা-পয়সা যোগাড় করে আগামীকাল বুধবার যশোরে চোখ অপারেশন করাতে নেওয়ার কথা ছিল। আজ দুপুরের খাবার সেরে আমি হাটে যাই। সেখান থেকে খবর পেয়ে বাড়ি এসে দেখি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।’মণিরামপুর থানার এসআই নাজমুস সাকিব বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে চোখের যন্ত্রণা সইতে না পেরে চায়না বেগম আত্মহত্যা করেছেন। ঘটনাটি হত্যা না আত্মহত্যা সেটা নিশ্চিত হতে মর্গে পাঠানোর উদ্দেশে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত