আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০২

যশোর সীমান্তে গুলিসহ অস্ত্র কারবারি আটক-১

বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে ৯ রাউন্ড তাজা গুলিসহ সাইদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছে পুলিশ সদস্যরা। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধ পথে ভারত থেকে সীমান্তের রঘুনাথপুর গ্রাম দিয়ে অস্ত্রের একটি চালান বাংলাদেশে আসবে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ওই গ্রামে গোপনে অবস্থান নেয়। পাচারকারী রঘুনাথপুর বিওপির কাছে আসলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা (৭.৬৫ এম এম) পিস্তলের নয় রাউন্ড গুলি পাওয়া যায়।

তিনি বলেন, সাইদুল ইসলাম বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। শনিবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত