স্টাফ রিপোর্টার।। শুক্রবার সন্ধ্যায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেছেন নিহত কিশোর পারভেজ হাসান রাব্বীর বাবা রোকা মিয়া।
তিনি খুলনার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান।
পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, ‘ভুক্তভেগী এক অভিভাবক মামলা করেছেন। মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষকে আসামি করা হয়েছে।’
আজ ভোরে শিশু উন্নয়ন কেন্দ্রর তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সহ-তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, প্রবেশন অফিসার মুশফিকুর রহমান, শারীরিক প্রশিক্ষক শাহনূর রহমানসহ কেন্দ্র কর্মরত ১০ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তারা বর্তমানে যশোর পুলিশ লাইনসের ব্যারাকে রয়েছেন।
এদিকে, ঘটনা তদন্তে সমাজসেবা অধিদপ্তর থেকে আজ একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের বেদম প্রহরে মারা যায় পারভেজ হাসান রাব্বী (১৮), রাসেল ওরফে সুজন (১৮) ও নাঈম হোসেন (১৭)। আহত হয় আরো ১৫ কিশোর। গুরুতর আহত এসব কিশোরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।