আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:৪৬

শার্শায় নারী মাদক ব্যবসায়ী ৪ কেজি গাঁজাসহ আটক

শার্শা প্রতিনিধিঃ শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় নাজমা খাতুন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিকালে তাকে আটক করা হয়। আটক নাজমা খাতুন খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের মৃত্যু নূরুল ইসলামের মেয়ে।

উপজেলার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এজাজুর রহমান জানান, গোপন মাধ্যমে আমাদের কাছে একটি খবর আসে এক নারী মাদক ব্যবসায়ী গাঁজা নিতে খুলনা থেকে রামচন্দ্রপুর এসেছে । এরপর একটি টহল দল রামচন্দ্রপুর পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ নাজমা খাতুনকে হাতেনাতে আটক করে।

তিনি আরো জানান, গোড়পাড়া পুলিশ ক্যাম্প থেকে নাজমা খাতুনকে শার্শা থানায় তাকে প্রেরণ করা হয়েছে। এবং তার নামে শার্শা থানায় মামলা হয়েছে।

খানজাহান আলী 24/7 নিউজ

আরো সংবাদ