আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০৩

শীর্ষ সন্ত্রাসী ম্যানসেল সহ ৪ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর।

যশোরে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত ও কর্মচারী আল আমিনকে মারপিটে হত্যার চেষ্টার মামলায় আটক মেহেবুবুর রহমান ম্যানসেলসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদ প্রত্যেকের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের কোতয়ালি থানা জিআরও শাখায় কর্মরত পুলিশের এসআই বৈদ্যনাথ ঘোষ জানান, তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই আনছারুল হক আদালতে ৪ আসামির প্রত্যেকের বিরুদ্ধে ৫ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, ষষ্টিতলা পাড়ার মেহেবুবুর রহমান ম্যানসেল, রাকিব হাসান, সাদি ও শংকরপুর গাড়োয়ানপট্টির অনিক ও ষষ্টিতলার হাসান মেহেদি।

উল্লেখ্য, গত ৫ মার্চ যশোরে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত ও কর্মচারী আল-আমিনকে হত্যার চেষ্টার অভিযোগে উল্লেখিত ৪ জনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন কোতয়ালি থানায় মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত