আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:১৬

সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে আটক সাড়ে ৪শ’

পূজামণ্ডপের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এখন পর্যন্ত সারাদেশে সাড়ে ৪০০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সদর দফতরের  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি কামরুজ্জামান সোমবার ১৮ অক্টোবর রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা রুজু হয়েছে। আরও কিছু মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে। অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত