আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:০৮

সিরাজগঞ্জে ভাশুরের ছু’রি’কা’ঘা’তে গৃহবধূ খু’ন

সিরাজগঞ্জে পারিবারিক কলেহের  জেরে ভাশুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় ভাশুর তারা সরকারকে আটক করেছে পুলিশ।<br>
<br>
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কর্ণসুতি গ্রামে এ ঘটনা ঘটে।<br>
<br>
নিহত পারভীন বেগম কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কর্ণসুতি গ্রামের চাঁদ আলীর স্ত্রী।<br>
নিহতের স্বামী চাঁদ আলী বলেন, গত ৬ ডিসেম্বর আমার বাড়ি থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি মোটর চুরি করে নিয়ে যায় পার্শ্ববর্তী রুবেল নামের এক যুবক। এ ঘটনায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সালিশ বসে। আমার বড় ভাই তারা সরকার ওই রুবেলের পক্ষ নিয়ে কথা বলেন। সালিশ বৈঠক শেষে সন্ধ্যায় বড় ভাই তারা সরকারের সঙ্গে আমার স্ত্রী পারভীন বেগমের কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে বড় ভাই আমার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করেন। এতে পারভীন গুরুতর আহত হন।<br>
<br>
<br>
পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।<br>
<br>
<br>
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে স্থানীয়রা গণপিটুনি দিয়ে ভাশুর তারা সরকারকে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ