আজ - মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:৪২

হাসপাতালের টয়লেটে নবজাতককে রেখে পালালেন মা

নীলফামারীর জলঢাকায় প্রসবের পর নবজাতককে হাসপাতালের টয়লেটে রেখে পালিয়েছেন মা। বর্তমানে নবজাতকটিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

এ বিষয়ে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেজবাহুর রহমান জানান, দুপুরে ওই মহিলা আসেন প্রসব ব্যথা নিয়ে। তবে তিনি হাসপাতালে ভর্তি না হয়ে টয়লেটে চলে যান। সেখানে প্রসবের পর বাচ্চা রেখে পালান।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজাউনুল কবীর বলেন, ‘ওই মহিলার নাম রুবিনা বেগম বলে জানতে পেরেছি। ঠিকানা জলঢাকা কুঠি পাড়া দিলেও সেটা ভুয়া ছিল। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।’

আরো সংবাদ