আজ - রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:০৪

বাঘারপাড়ায় ইঞ্জিঃ বিপুল ফারাজীর ব্যাপক প্রচার প্রচারনা।

শনিবার যশোরের বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলী বিশ্বাস।

প্রধান বক্তা ছিলেন যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

এদিন বিকেল সাড়ে ৫ টায় খলসী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মোতালেব তরফদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবু বক্কার শিকদার, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর সিদ্দিকী, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ও সাদ্দাম হোসেন টুলু, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু বক্কার সিদ্দিকী ও

আকবার আলী মোল্যা, মাহমুদ,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল মোর্শেদ, সাধারণ সম্পাদক ইউপি সদস্য শের আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান, ইউপি সদস্য আব্দুল করিম,  প্রমুখ। আলোচনাসভা শেষে দোয়া অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত